নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলফামারী সরকারি কলেজের ছাত্র মো. রাসেল মিয়ার বিরুদ্ধে। এতে ওই ১০ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ওই কিশোরীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
কিশোরীর দাদি জানান, উভয়ের বাড়ি একই পাড়ায়। তাছাড়া রাসেলের মায়ের নাম ও আমার নাতনির মায়ের নাম একই হওয়ার সুবাদে একটু ওঠা বসা ছিল। সেই সুযোগ গ্রহণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে নাতনির সঙ্গে বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক করায় আমার নাতনি তিন (৩) মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। ঘটনা প্রকাশ পেলে মুখ দেখাতে পারব না এই কথা আমার নাতনি রাসেলকে বলে বিয়ের চাপ দিলে সে আজকাল করে তালবাহানা করেন। ভিকটিমের টেনশনে ঘুম না হওয়ার কথা রাসেলকে জানালে সে গত (১৫ আগস্ট) ঘুমের ওষুধ কিনে দিয়ে রাতে শোয়ার আগে খেতে বলে। ওষুধ খাওয়ার পর মাঝ রাতে পেট ব্যাথা শুরু হলে একপর্যায়ে গর্ভপাত ঘটে। সকাল হতেই অতিরিক্ত ব্লেডিং শুরু হলে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক নীলফামারী সদর হাসপাতালে রেফার্ড করেন। সে আজ রিলিজ হলে আমার বাড়িতে আসবে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ মন্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন