চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১০৮ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৮ আগস্ট) রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের মা জোছনা বেগম বাদী হয়ে মামলা করেন।
মামলায় অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, চসিকের ১৫ ওয়ার্ড কাউন্সিলর। এ ছাড়া মামলায় উল্লিখিত বাকি আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের রাজনীতিতে জড়িত।
এর আগে গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ওয়াসিমসহ তিনজন নিহত হয়। নিহত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মন্তব্য করুন