চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি। এ সময় তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, অসংখ্য সিল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল এ দুজন। এ সময় বিজিবির টহল দলের কাছে ধরা পড়ে।
আটকৃতরা হলেন রাজশাহীর বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুল হক (৩৭) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৪০)।
তারা আওয়ামী প্রজন্ম লীগের নেতা। তাদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন