দৈনিক কালবেলা রামগড় প্রতিনিধি করিম শাহর পরম শ্রদ্ধেয় পিতা মো. আবুল হাশেম মেম্বার মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। রোববার (১৮ আগস্ট) বাদ জোহর জানাজা শেষে খাগড়াবিল লালছড়ি কবরস্থানে তার দাফন করা হয় বলে জানিয়েছেন করিম শাহ।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামগড়ের খাগড়াবিল লালছড়ি এলাকার বাসিন্দা আবুল হাসেম মেম্বার মৃত্যুকালে স্ত্রী, পাঁচ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক করিম শাহর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অ্যাড. মো. জসিম উদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমসহ সাংবাদিক নেতারা।
মন্তব্য করুন