বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দেয়ালচাপায় আক্কাছ আলী নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।
রোববার (১৮ আগস্ট) সকাল ৮টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে এ ঘটনা ঘটে।
আক্কাছ আলী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে।
নিহতের ভাতিজা আসলাম হোসেন বলেন, আমার চাচা একই গ্রামের আনোয়ার হোসেন নামের একজনের মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটির দেয়াল পড়ে গেলে আমার চাচা আক্কাছ আলী ও আনোয়ার হোসেন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক আক্কাছ আলীকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আহত আনোয়ার হোসেনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার কালবেলাকে বলেন, দেয়ালচাপায় আক্কাছ আলী মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন