গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:৩১ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে গুলিবিদ্ধ সেই ইমনের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা গেছেন। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা গেছেন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হন কলেজছাত্র মো. ইমন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র সেই ইমন মারা গেছেন।

রোববার (১৮ আগস্ট) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইমন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন এলাকার মৃত মো. জুলহাস শেখের ছেলে। তিনি স্থানীয় মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করেন।

এর আগে গত ৪ আগস্ট মির্জাপুরের গোরাই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র-জনতার। এ সময় পুলিশের একটি বুলেট ইমনের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, চিকিৎসার জন্য ইমনকে মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে পুলিশ গাড়ি থামায়। পুলিশ যখন জানতে পারে রোগী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ, তখন তারা আহত ইমনকে গাড়ি থেকে জোর করে নামিয়ে পেটে লাথি মারে। পরে লাঠি দিয়ে বেদম পেটায়। শুধু ইমনকেই নয়, পুলিশ সদস্যরা গাড়ির চালকসহ সঙ্গীদেরও মারধর করে। পরে অনেক অনুনয়-বিনয় করে ছাড়া পান তারা।

পুলিশ ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হয় ইমনকে বহনকারী মাইক্রোবাসটি। তবে ভাগ্য ভালো ঠিক সময়ে একটি অ্যাম্বুলেন্স পান তারা, রওনা হন ঢাকার পথে। তবে অ্যাম্বুলেন্সের চালক ঢাকা মেডিকেল কলেজে পর্যন্ত যেতে অস্বীকৃতি জানালে ইমনকে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিনেই খরচ হয় লাখ টাকা। অনেক কষ্টে সে টাকা জোগাড় করে তার পরিবার। এরপর ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে ছিলেন কলেজছাত্র ইমন আলী। ১০ বছর বয়সে বাবা হারানো চারজনের পরিবারে ইমনই ছিলেন একমাত্র কর্মক্ষম। ফলে ছেলের চিকিৎসার ব্যয় বহনে এরই মধ্যে সহায়সম্বল বিক্রি করেছেন মা রিনা বেগম। বাবার মৃত্যুর পর ইমনই হয়ে ওঠেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। পড়ালেখার পাশাপাশি টিউশনি করে হাল ধরেন পরিবারের। ইমনের ছোট আরও দুই ভাই আর এক বোনের সংসারে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন রিনা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চা খেতে বের হয়েছিলেন কামাল, ৫ দিন পর মিলল মরদেহ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন মঙ্গলবার 

যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

সুসংবাদ দিল আবহাওয়া অফিস

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

ক্ষুদ্র শব্দ পরিত্যাজ্য, জাতিগোষ্ঠী শব্দ ব্যবহার করতে চাই : ড. সৈয়দ জামিল

জো বাইডেনের আমন্ত্রণ উপেক্ষা করলেন লিওনেল মেসি!

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

১০

‘ইউএনও সাহেব, ভালো হইতে পয়সা লাগে না’

১১

‘যারা ইসলাম নিয়ে চক্রান্ত করবে তারা বেশিদিন টিকবে না’

১২

চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরও পঙ্গু হয়ে যাবে : রিজভী 

১৪

এক দশক পর বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিল অস্ট্রেলিয়া

১৫

চাঁদাবাজির প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে হুমকিসহ পরিবারকে লাঞ্ছিত

১৬

লন্ডনে টিউলিপের বোনও পেয়েছেন ফ্ল্যাট, দিয়েছিলেন হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী

১৭

মাদারীপুরে সেরা পুত্রবধূর সম্মাননা পেলেন ১২ নারী

১৮

লিভ টু আপিল খারিজ / তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

১৯

বিটিসিএলে বড় নিয়োগ, আবেদনের সময়সীমা ১৯ জানুয়ারি

২০
X