বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী রেজওয়ানুল ইসলাম নাঈমের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরায় নিহত নাঈমের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও নীলফামারী জেলা জামায়তে ইসলামের নেতারা।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মাওলানা আব্দুল হালিম বলেন, আমিরে জামায়াতের নির্দেশনা মোতাবেক আমরা কোটা আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারের কাছে যাচ্ছি। খোঁজখবর নিচ্ছি এবং সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছি। এ শহিদ পরিবারগুলোর পাশে জামায়াতে ইসলামী সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনে নিহত আমাদের সাহসী সন্তানদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাদের শহিদ হিসেবে কবুল করেন।
আলোচনা সভা শেষে নিহত রেজওয়ানুল ইসলাম নাঈমের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ, নায়েবে আমির আব্দুস সাত্তার, মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
নিহত রেজওনালুল ইসলাম নাঈম গত ৪ আগস্ট বিকেলে ঢাকার বাইপেলে শিমুলতলী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে ৬ আগষ্ট রাতে ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে কিশোরগঞ্জের মাগুরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জামায়তে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সৈয়দপুর উপজোলার বাঙ্গালীপুর এলাকার সাজ্জাদ হোসেন ও নীলফামারী সদর উপজেলার রুবেল ইসলামের পরিবারের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা করেন। পরে জলঢাকা উপজেলার দক্ষিণ কাজির হাটে কোটাআন্দোলনে আহত ইয়াসিন আলীকে দেখতে যান।
মন্তব্য করুন