শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থিত জনপ্রতিনিধিরা। ৫ আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে আছেন। উপজেলা পরিষদ, পৌরসভা এমনকি ইউনিয়ন পরিষদ ভবনে বসছেন না তারা।
মামলা দায়ের হওয়ায় গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা আত্মগোপনে রয়েছেন। ফলে প্রতিদিনের কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে। মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত বগুড়ায় ৩৫ জন জনপ্রতিনিধির কর্মস্থলে অনুপস্থিতির তালিকা পাওয়া গেছে। বগুড়ায় কর্মস্থলে অনুপস্থিত জনপ্রতিনিধিরা হলেন, সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা, পৌরসভার মেয়র তৌহিদুর রহমান।
কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহাজাহান চৌধুরী, বিহার ইউপির চেয়ারম্যান মহিদুল ইসলাম, শিবগঞ্জ ইউপির চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, আটমুল ইউপির চেয়ারম্যান বেলাল হোসেন, রায়নগর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মোকামতলা ইউপির চেয়ারম্যান আহসান হাবিব সবুজ।
এ ছাড়া সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন, ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াসিয়া আকতার রুনা।
বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক রবিউল, বালুয়া ইউপি সদস্য আপেল মাহমুদ।
এদিকে আদমদীঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু, ভাইস-চেয়ারম্যান মাহামুদুল হক পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা আক্তার চাঁপা, কুন্দুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিমুল হুদা খন্দকার, চাপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম, আদমদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু।
অফিস করছেন না দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার।
একই অবস্থা ধুনট উপজেলায়। ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আসিফ ইকবাল সনি, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা জাহানও কর্মস্থলে অনুপস্থিত।
এ ছাড়া কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা, পৌর মেয়র আনিছুর রহমান, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমার মতি, শেরপুর উপজেলা চেয়ারম্যান শাহজামাল সিরাজি অফিস করছেন না।
মন্তব্য করুন