নরসিংদীতে ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের আঘাতে প্রথম শহীদ তাহমিদের কবর জিয়ারত করেছেন বিএনপির নেতারা।
শনিবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এবং সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে নেতাকর্মীরা তাহমিদের কবরে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান। এর পর তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তাহমিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তারা শহীদ তাহমিদের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার মা-বাবাকে সান্ত্বনা দেন।
এ ছাড়া বিএনপির এই নেতারা নরসিংদীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, পথসভা ও গণসংযোগ করেছেন।
মন্তব্য করুন