দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্য আটক

রাজশাহীর দুর্গাপুরে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা
রাজশাহীর দুর্গাপুরে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরির সময় আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় চোর চক্রের আরও আট সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে পৌর এলাকার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলো- নওগাঁর পত্নীতলার বয়সকইল গ্রামের মৃত হরেনের ছেলে শুকুর (২৬), একই গ্রামের নরেশের ছেলে নিপন (২৮), বগুড়া শিবগঞ্জের বড়িগঞ্জ গ্রামের মৃত যতিনের ছেলে সুমন (৩০), বিলআসড়া গ্রামের মৃত মোসাদ্দেকের ছেলে খাইরুল ইসলাম (৩৫), বুড়িগঞ্জ গ্রামের মানিকের ছেলে শাহাদাৎ হোসেন (২২), একই গ্রামের অশ্বিনীর ছেলে সম্পদ (৪৮), সঞ্জিত সরকার (৩৬), শিবগঞ্জ সদরের সেকেরকোলা গ্রামের চিত্তরঞ্জনের ছেলে মঙ্গল (৩৫), জয়পুরহাট ক্ষেতলালের মহব্বতপুর গ্রামের সুনীলের ছেলে অর্জুন (৩২) এবং একই গ্রামের নিবারণের ছেলে সুপদ (৩৪)।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ আলম জানান, গভীর রাতে বিভিন্ন জেলা থেকে আসা মাছ চোরের একটি দল দুর্গাপুর পৌর এলাকার ধরমপুর গ্রামের বিলে কয়েকটি পুকুর থেকে মাছ চুরির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার বাঁধাই জব্দ করা হয়। তারা আন্তঃজেলা মাছ চোর সিন্ডিকেটের সদস্য বলে জানা গেছে। থানার তাদের বিরুদ্ধে মামলা করার পর শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি শ্যালো ইঞ্জিনচালিত বড় স্টিয়ারিং গাড়িতে গভীর রাতে ধরমপুর বিলে বাঁধাই জালসহ কয়েক ব্যক্তিকে নামতে দেখেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী সংবাদটি চারদিকে ছড়িয়ে দেন। মাছ চুরির প্রস্তুতির সময় ঘিরে ফেলে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা।

ধরমপুর গ্রামের বাসিন্দা মৎস্যচাষী মো. রাজীব বলেন, প্রায় এক সপ্তাহ আগেও আমার পুকুর থেকে প্রায় ৭ লাখ টাকার মাছ চুরি হয়েছে। তারা আমাকে একেবারে নিঃস্ব করে ফেলছে। প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ চুরির সংবাদ পাই। বিভিন্ন জেলা থেকে আসা এই চোর সিন্ডিকেট এ অঞ্চলে মাছ চুরি করে আসছিল।

বৃহস্পতিবার গভীর রাতে এই চোর সিন্ডিকেটের ১৮ সদস্য বিলে নামে। এ সময় ১০ জন এক পুকুরে বাঁধাই জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিতে থাকে। আর ৮ জন অন্য পুকুরগুলোর পজিশন দেখতে যায়। এমন সময় এলাকাবাসীর হাতে তারা আটক হয়।

দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, পুকুর থেকে মাছ চুরির সময় আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

শহীদ শাকিলের কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

দুই দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি, ভরি কত?

সাগরে লুঘচাপের মধ্যেই বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ   

আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রাশেদ প্রধান

১০

সাতছড়ি উদ্যান দখল করে প্রভাবশালীদের লেবু চাষ

১১

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

১২

এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক

১৩

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক 

১৪

‘আ.লীগ ভিন্ন রাষ্ট্রের আদেশ বাস্তবায়নে ক্ষমতা দখলে রেখেছিল’

১৫

ঢাবির ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ

১৬

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে : নাছির উদ্দীন 

১৭

তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেপ্তার

১৮

শিল্পকলায় প্রদর্শিত হলো সার্কাস

১৯

৮ দফা অবিলম্বে বাস্তবায়ন দাবি ঐক্য পরিষদের

২০
X