কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পর্শে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। উপজেলার বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালীর কোনাপাড়ার এলাকায় মো. হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ আগস্ট) ভোরে পুরুষ হাতিটি মারা যায়।
হাতিটির বয়স ১৯ বছর বলে নিশ্চিত করেছেন টেকনাফ বন বিভাগের কর্মকর্তা আবুল কালাম সরকার।
তিনি বলেন, বিদ্যুৎস্পর্শে বন্যহাতির মৃত্যুর খবরটি শুনেছি। আমাদের লোকজন এরই মধ্যে সেখানে পৌঁছেছেন। হাতিটির ময়নাতদন্ত করে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যহাতিটি পাহাড়ে খাবার না পেয়ে লোকালয়ের নেমে পড়ে। হোসেনের বসতভিটায় ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শে মারা যায়। সেখানে আগে থেকেই বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছিল যেন কোনো বহিরাগত বা বন্যপ্রাণী তার বাগানে ঢুকতে না পারে।
স্থানীয় আরেক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে হাতিটিকে মারা হয়েছে। এর আগে কয়েকবার তার বসতভিটায় হাতি ঢুকে তার বাগানের গাছপালা নষ্ট করে। পরে হোসেন ক্ষিপ্ত হয়ে বাগানটি বিদ্যুতিক তারের ফাঁদ পাতে।
মন্তব্য করুন