যশোরের কেশবপুরে বিয়ের অনুষ্ঠানে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে ঘটে এ ঘটনা।
নিহত দুজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। সম্পর্কে তারা খালাত ভাইবোন হয়।
এলাকাবাসী জানান, বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিক্ষার্থী শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদেরকে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।
মন্তব্য করুন