বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের সোনালী ব্যাংক চত্বরকে শহীদ রনি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম নামফলক উন্মোচন করে এ ঘোষণা দেন।
রনি শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দিলবর প্রামানিক।
বৈষম্যবিবোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই কমপ্লিট শাটডাউনে ঢাকার সাভারে বুকে গুলি লেগে নিহত হয় রিকশাচালক রনি প্রামানিক। রনি সাভারে স্বপরিবারে ভাড়া বাসায় থেকে রিকশা চালাত। সেদিন ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রনি। পরে তাকে শিবগঞ্জের গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। এই কৃতিসন্তান রিকশাচালক রনি প্রামানিকের স্মৃতি ধরে রাখতে থানা বিএনপির এই উদ্যোগ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, অ্যাড. আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুল করিম, ফারুক আহম্মেদ, আবু তাহের, হারুনুর রশিদ মাস্টার, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, মাহদি হাসান তমাল, আবু শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, শাহিদুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, সাদ্দাম হোসেন, আল আমিন প্রমুখ।
মন্তব্য করুন