বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াত-বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রংপুরের মিঠাপুকুরে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনগুলোর নেতাকর্মীরা।
অপরদিকে মিঠাপুকুর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও জাকির হোসেন সরকারের কোনো নেতাকর্মী শোক দিবস পালন করেনি।
সকাল থেকে মিঠাপুকুরে জামায়াত, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি শুরু করে। নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে রংপুর-ঢাকা মহাসড়কে ফ্লাই ওভারের নিচে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা।
মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী জানান, আমরা খুনি হাসিনার বিচারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছি। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আবেদন, অতি দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব নিক্সন পাইকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক একে আজাদ শফিকুল ইসলাম, সদস্য সচিব রুবেল সাদী, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবু, ভারপ্রাপ্ত সদস্য সচিব সুজন আহমেদ। যুবদল ও ছাত্রদলসহ উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অপরদিকে, মিঠাপুকুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। ১৫ আগস্ট সকাল থেকে মিঠাপুকুর উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করে।
রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, আমরা চাই না মিঠাপুকুরে আর কোনো সহিংসতা ও ক্ষয়ক্ষতি হোক। তাই আমি সব নেতাকর্মীদের আহ্বান জানাই, শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিঠাপুকুরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য করুন