টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধ তালহার

টাঙ্গাইলে মায়ের সঙ্গে নিজ বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খন্দকার তালহা। ছবি : কালবেলা
টাঙ্গাইলে মায়ের সঙ্গে নিজ বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খন্দকার তালহা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না টাঙ্গাইলের খন্দকার তালহা। বিনা চিকিৎসায় গুলিবিদ্ধ পা স্বাভাবিক না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একমাত্র ছেলের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা কোহিনুর বেগম। বাম পায়ে গুলির সিসা নিয়েই বিছানায় কাতরানো তালহার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তিনি।

জানা যায়, তালহা টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা সবুজবাগ এলাকায় খন্দকার আশরাফ আলীর ছেলে ও শহরের দারুল উলুম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গত ৫ আগস্ট টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। একপর্যায়ে শহরের কলেজপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তালহা ভয়ে একটি ৪ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পিছু নিয়ে পুলিশ সেখানে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে বাম পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে সহপাঠীদের সহায়তায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় হাসমত বলেন, তালহার মা কয়েকটি বাড়িতে ঝিঁয়ের কাজ করে। স্বামীর সঙ্গে তার সম্পর্ক না থাকায় দুটি সন্তান নিয়েই তার সব স্বপ্ন। এখন ছেলের যে গতি হলো তাতে তার দুভোর্গ আরও বেড়ে গেল।

তালহার বোন সুমাইয়া আফরোজ বলেন, ভাইবোন মিলে আন্দোলনের অংশগ্রহণ করি। একপর্যায়ে পুলিশের গুলিতে ছত্রভঙ্গ হয়ে যাই। আমার ভাই যে গুলিবিদ্ধ হয়েছে সেটি জানতাম না। বাড়িতে আসার পর সহপাঠীরারা আমাকে জানায়।

গুলিবিদ্ধ তালহা বলেন, আমার বুকে পুলিশ বন্দুক ঠেকিয়ে বলে গুলি করে দেব। তখন কোনো উপায় না পেয়ে বন্দুকটি বুকে থেকে সরানোর জন্য ধস্তাধস্তি করি। একপর্যায়ে বাম পায়ে গুলি লাগে।

তালহার মা কোহিনুর বেগম বলেন, আমি এক হতভাগা নারী। আমার দুটি সন্তান নিয়ে সংসার। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। বাপের ভিটে বাড়িতে থাকি। ছেলে আন্দোলনে গিয়ে আহত হয়েছে। ৬ দিন হাসপাতালে থাকলেও টাকার অভাবে চিকিৎসা শেষ না করে বাড়ি চলে আসি।

তিনি বলেন, কোনো বৃত্তবান ব্যক্তি অথবা সরকারের কাছে আমার ছেলেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাই। আমি ঝিঁয়ের কাজ করে মাসে ৩ হাজার টাকা পাই। কীভাবে আমার সন্তানকে চিকিৎসা করাব। ধার দেনা করে এ পর্যন্ত ৫০ হাজার টাকা শেষ করেছি। আমার হাতে আর কোনো টাকা-পয়সা নেই। এখনো তার পায়ের অপারেশন বাকি রয়েছে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আলীম বলেন, তালহার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তার মা সংসারের সব দায়দায়িত্ব পালন করেন। আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। আশপাশের মানুষ ২০০-৪০০ টাকা দেয় সেটি দিয়ে ব্যথার ওষুধ কিনতেই ফুরিয়ে যায়। তার পায়ের চিকিৎসায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে বলে জেনেছি। এই টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

‘গণহত্যায় উসকানিদাতা কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২শ’ সদস্য

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেসবুক স্ট্যাটাস

আলজাজিরার অনুসন্ধান / যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

১০

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

১১

মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

১২

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

১৩

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

১৪

ভুল সংশোধনী ও দুঃখ প্রকাশ

১৫

ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে পুলিশের অভিযান

১৬

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন গৃহবধূ শারমিন

১৭

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

১৮

বাকৃবিতে জৈব বর্জ্যের বিকল্প শিল্পায়ন বিষয়ে আলোচনা সভা

১৯

তিন বিভাগে বৃষ্টির আভাস

২০
X