নীলফামারীর সৈয়দপুরে উপজেলায় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
উপজেলা শহরের শহীদ তুলশীরাম সড়কে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় অফিসে পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন খান, কামারপুকুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন সরকার, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বদিয়ার, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ারুল ইসলাম শাহজী প্রমুখ।
মন্তব্য করুন