বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর কালুশাহ সড়কের দুই বাসভবনে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।
১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবু বলেন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি মিছিল কালুশাহ সড়ক থেকে যাওয়ার সময় অতর্কিতভাবে হামলা চালানো হয়। আমার আওয়ামী লীগের কোনো পদপদবি নেই। তারপরও নাসরিন ও সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোস্তাক শাহিনের নেতৃত্বে আমার অফিস ও বাসা ভাঙচুর করা হয়। আমি আইনি পদক্ষেপ নেব।
এদিকে একই এলাকায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। ওই ভবনের দেখাশোনার দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান বলেন, ভবনটির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত মেয়র খোকন সেরনিয়াবাতের ভাড়া নেওয়া। তিনি এই বাসাতেই থাকেন। ভবনটি আমার খালাত ভাই হারুন অর রশিদের। বিএনপির মিছিল থেকে হামলা চালিয়ে ভবনের জানালার গ্লাসে ইট মেরে ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তাদের সঙ্গে দা, চাপাতি থাকায় স্থানীয়রা কেউ কাছে যায়নি।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আমার কাছে সংবাদ ছিল ১৫ আগস্টকে সামনে রেখে একটি চক্র কাউন্সিলরের বাসায় গোপন বৈঠক করছে। তাই আমার কর্মীরা তার বাসায় গিয়ে সত্যতা যাচাই করেছে। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন