বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের খবরে সারা দেশে সহিংস ঘটনা ঘটতে থাকে। যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে আসে স্থবিরতা। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে।
এরই ধারাবাহিকতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে সরব থাকায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। চলছে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, টানা বন্ধ ও আন্দোলনের শেষে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকায় উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। নির্ভয়ে যে যার কাজে বের হচ্ছেন সাধারণ মানুষ। নিয়মানুযায়ী চলছে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান। দোকানপাটে বেড়েছে ক্রেতার সংখ্যা। স্কুল ও কলেজ ব্যাগ কাঁধে শিক্ষার্থীরা ছুটছেন শিক্ষাপ্রতিষ্ঠানে। সরবরাহ বাড়ায় কাঁচাবাজারে ফিরছে স্বস্তি। দলীয় বিশৃঙ্খলা না থাকায় নেই রাজনৈতিক অস্থিরতাও।
স্থানীয় বাসিন্দা মো. নাজমুল হাসান বলেন, সরকার পতনের পর সারা দেশের মতো ব্রাহ্মণপাড়ার পরিবেশেও একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, সরকার পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এতে সাধারণ মানুষ এক ভীতিকর পরিস্থিতি পড়ে। তবে বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা এ উপজেলায় অবস্থান নিলে ও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যে চলাফেরার ভরসা ফিরে আসে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, সারা দেশের বিভিন্ন এলাকার ন্যায় ব্রাহ্মণপাড়ায় তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবু সারা দেশের সহিংসতার ঘটনার খবরে সাধারণ মানুষের মধ্যে একধরনের শঙ্কার সৃষ্টি হয়েছিল। তবে গত কয়েকদিনে আমরা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সবাই এখন যার যার কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেছে।
মন্তব্য করুন