সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাত ৯টায় এশার নামাজ পড়ে রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
মনিরুজ্জামান লিলু উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বৈরাগী বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
নিহতের ভাতিজা বাবুল মিয়া বলেন, এশার নামজ পড়ে চাচা বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা চাচাকে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কারা তাকে কুপিয়েছে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।
বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন