নোয়াখালীতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজের ব্যানারে ঐক্য ও শান্তি সমাবেশ করেছে বিএনপি-জামায়াত।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩ টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপি,জামায়াত, ইসলামি ঐক্যজোট, গণ অধিকারসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগদান করে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। পরে একে একে বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন, জামায়াত-শিবির ও গণ অধিকার পরিষদের নেতরা বক্তব্য রাখেন। এ ছাড়াও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে আগামীতে নোয়াখালীকে একটি শান্তিপূর্ণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী মুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আজকের এই সমাবেশ ঘিরে নোয়াখালী শহরে হাজারো মানুষের ঢল নামে। অনেকদিন পরে কোন হামলা মামলা বা পুলিশি আতংক ছাড়া সমাবেশে যোগ দিতে পেরে খুশি ও উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের আমির মাস্টার ইসহাক খন্দকার, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সায়েদ মুহাম্মাদ সুমন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান আরমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান প্রমুখ।
মন্তব্য করুন