পঞ্চগড় চিনিকলের দখল হয়ে যাওয়া ২০ শতক জমি সেনাবাহিনীর সহযোগিতায় পুনরুদ্ধার করেছে চিনিকল কর্তৃপক্ষ। এর আগে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নিয়ন্ত্রণে ছিলো ওই জমি।
বধবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভার থানা পাড়া এলাকায় ওই জমিতে থাকা একটি টিন ও বাঁশের বেড়ার ঘর ও সাইনবোর্ড অপসারণ এবং জমিতে লাগানো গাছের চারা তুলে ফেলে জমি দখল মুক্ত করা হয়। পরে জমির প্রবেশ গেটের পাশে জমির মালিকানা চিনিকলসংক্রান্ত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ওই জমির প্রবেশ গেটের তালা ও জমির পশ্চিম অংশে থাকা চিনিকলের আবাসিক ভবনের তালা সিলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বোদা ইউএনও শাহরিয়ার নজির, পঞ্চগড় চিনিকলের ইনচার্জ সাইফুল ইসলাম, বোদা থানার ওসি মোজাম্মেল হক, বোদা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা, চিনিকলের কর্মকর্তা,-কর্মচারী, সেনা সদস্যরাসহ বোদা থানা পুলিশের একটি দল।
চিনিকলের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, জমিটি মূলত চিনিকলের কেনা সম্পত্তি। গত ৭ আগস্ট সেটি বেদখল হয়ে যায়। পরে আমরা সেখানে গিয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় জমিটি উদ্ধার করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছি। এ ছাড়া ওই জমির প্রবেশ গেটের তালা ও আবাসিক ভবনের তালায় সিলগালা করা হয়েছে।
বোদা ইউএনও শাহরিয়ার নজির বলেন, জমি মূলত চিনিকলেরই ছিল। আজকে (বুধবার) তারাই দখল করেছে আমরা সেখানে উপস্থিত ছিলাম।
এর আগে, গত ৭ আগস্ট দিনে দুপুরে পঞ্চগড় চিনিকলের জমি নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে জমি দখলে নিয়ে নিজের নামে ও পরে বাবা আব্দুল কুদ্দুসের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন ওয়ার্ড বিএনপি নেতা ও বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান। পরে এ নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে চিনিকল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে জমিটি দখল মুক্ত করা হয়।
মন্তব্য করুন