নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় ইজিবাইক তৈরির একটি কারখানায় সংরক্ষিত ব্যাটারি বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৯ জুলাই) সকালে ফতুল্লার ভোলাইল এলাকায় মুসকান নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। বিস্ফোরণে কারখানাটির চারপাশের দেয়াল ভেঙে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- ফতুল্লার কাশীপুরের হাসান (৩০), কাউসার (২৫), মো রানা (৩৫), টিটু (৩৭), সফু (৫৫), আলী আকবর (২৪), আব্দুল আলী (৩৫), আব্দুর রাজ্জাক (৩৯), মোরশেদ (৫৩), মিনু (৪৮), তাহের দেওয়ান (৪৫)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আনুমানিক সকাল সাড়ে ৯টায় আমরা ফোন পাই। এটা মুসকান টাওয়ার। ভবনটির ৫ তলার ৪ তলা সম্পন্ন করা আছে পঞ্চম তলায় কাজ চলছে। এখানে নিচতলায় ছিল অটোরিকশার শোরুম। এখানে ৫০টির মতো অটোরিকশা ছিল। ব্যাটারি ও এসিডও ছিল। এখানে সকালে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের ফলে ভবনটির নিচতলার চারিদিকের দেয়াল ধসে পড়েছে এবং ভবনের কিছু অংশ খালের ওপর ছিল তা দেবে গেছে। ভবনটি এখন খুব ঝুঁকিপূর্ণ। অটোরিকশা যা ছিল তা চারিদিকে ছিটিয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ভবনটির ভিম এবং কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের মূল হচ্ছে বেজমেন্ট। ভবনের ভিম ও কলাম ক্ষতিগ্রস্ত হলে বেজমেন্ট ঝুঁকিপূর্ণ থাকে তাই আমরা এটিকে ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করেছি এবং কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছি না।
মন্তব্য করুন