নারায়ণগঞ্জের চিটাগাং রোডে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে ৫ জন পুলিশের ছোড়া শটগানের গুলিতে আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
আটকরা হলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচজন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা জনগণের জানমালের রক্ষায় যা দরকার তাই করব।
আরও পড়ুন: উত্তরায় বিএনপি-পুলিশ মুখোমুখি
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টায় বিএনপির নেতাকর্মীরা চিটাগাং রোড এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে উঠতে গেলে পুলিশ ওই সময় পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে।
আরও পড়ুন: গণতন্ত্র মঞ্চের নেতা রফিকুল ইসলাম বাবলু আটক
মন্তব্য করুন