সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটগাতি বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদ বিশ্বাস, টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা প্রমুখ।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস বলেন, আমরা শান্তিপ্রিয় আন্দোলন করছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অন্য কোনো মামলা দায়ের করবেন না। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।
টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে আগুন দেওয়া হয়। যেখানে বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশকে সৃষ্টি করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, সেই ৩২ নম্বরের বাড়িও পুড়িয়ে দিয়েছে। আমরা বলতে চাই ঐ বাড়ির ছাই থেকে বারুদ হয়ে সারা বাংলাদেশে জ্বলবে।
মন্তব্য করুন