কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর উপর নির্মিত হরিপুর ব্রিজে বালু জমে থাকায় ঝুঁকি নিয়ে বিগত কয়েক বছর চলাচল করছিল সাধারণ মানুষ। রাতে বাতি না থাকা এবং বালু জমে থাকার কারণে বিগত কয়েক বছরে একাধিক গুরুতর দুর্ঘটনা দেখা গেছে।
অবশেষে কুষ্টিয়ার সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে ব্রিজটিকে বালুমুক্ত করার জন্য।
শনিবার (১০ আগস্ট) থেকে তারা বালু পরিষ্কারের কাজ শুরু করে এবং সর্বশেষ মঙ্গলবার (১৩ আগস্ট) শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ব্রিজ থেকে সম্পূর্ণভাবে বালু অপসারণ করা সম্ভব হয়।
জানা গেছে, মূলত জনসাধারণের ভোগান্তি দূর করতে ‘ক্লিন রোড বিডি’ নামের সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা কুষ্টিয়ার এই হরিপুর ব্রিজটির বালু সরানোর উদ্যোগ নেয়।
ব্রিজটি এখন সম্পূর্ণভাবে পরিষ্কার এবং বিভিন্ন স্থানে প্লাস্টিকের ময়লার ডাস্টবিন বসানো হয়েছে এবং দুর্ঘটনা এড়াতে সাধারণ জনগণকে ব্রিজটি পরিষ্কার রাখতে সচেতন করা হয়েছে। এমন মহৎ কাজের জন্য তাদের অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, কুষ্টিয়া শহরটিতে এত বালির প্রধান উৎস হরিপুরে থাকা বৈধ-অবৈধ বালুরঘাট। কোনো পানি বা কভার ব্যবহার না করেই প্রতিনিয়ত বালুর ট্রলি মাত্রা অতিরিক্ত বালু পরিবহন করে। ফলে ব্রিজসহ কুষ্টিয়ার অনেক জায়গায় সেই বালু পড়ে পড়ে বালুর এমন পাহাড় জমে। এতে করে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে প্রতিদিনই বাইসাইকেল, মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়।
শিক্ষার্থীরা আরও জানান, যদি পরিবেশদূষণের মূল জায়গাটি বন্ধ করা যায় তবে এই দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। কুষ্টিয়ার একটি পরিষ্কার শহরে রূপান্তরিত হবে।
মন্তব্য করুন