কালবেলায় সংবাদ প্রকাশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টি হারানো সিরাজগঞ্জের কামারখন্দের হায়দারপুর গ্রামের ছেলে জুবায়েরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম এবং মামুন বিশ্বাস নামে এক যুবক। সবাই জুবায়েরের পাশে থেকে চিকিৎসার সব ব্যয়ভারের দায়িত্ব নেওয়ার কথা দেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মামুন বিশ্বাস ও বিকেল সাড়ে ৪টায় জামায়াত ইসলামী এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির নেতারা জুবায়েরের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।
মামুন বিশ্বাস বলেন, যেহেতু পাঁচ মাস বয়সে ওর বাবাকে হারিয়েছে। এটা কিন্তু একটা দুঃখের বিষয়। বাবাহারা একটা ছেলেকে মা যুদ্ধ করে আজ ১৮ বছর লালন করে বড় করেছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার একটা চোখে ছোড়া গুলি লেগে সে এখন আহত। আমরা চাই সরকারসহ যারা বিত্তবান আছে সবাই যদি জুবায়েরের পাশে দাঁড়ায় তাহলে সে চিকিৎসা করে তার দৃষ্টি ফিরে পাবে। সবার উচিত তার পাশে থেকে আর্থিক সহযোগিতা করা।
কামারখন্দ উপজেলার জামায়াতের আমির ইউসুফ আলী আহত জুবায়েরের সার্বিক খোঁজখবর নেন ও দোয়া করেন। পরে জুবায়েরের হাতে আর্থিক সহায়তার পাশাপাশি জুবায়েরের চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ।
উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং সাধারণ সম্পাদক রেজাত রাব্বি নেতাকর্মীদের নিয়ে জুবায়েরের বাড়িতে গিয়ে তার সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। উপজেলা বিএনপি জুবায়েরের পাশে থেকে সব প্রকার সহযোগিতার করার আশ্বাস দেন।
মন্তব্য করুন