পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন, কেউ যদি সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি আক্রমণ করে সে যে দলেরই হোক তাকে রামদা দিয়ে কোপ মারবেন। বিএনপিতে কোনো সন্ত্রাসীদের স্থান নেই। বিএনপি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাস করে না।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দৈহারী ইউনিয়নের গনক্পাড়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, বিএনপি কখনো হিন্দুদের বাড়ি আক্রমণ ও লুটপাট করেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি লুটপাট করে বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনারা সবাই সতর্ক থাকবেন।
তিনি আরও বলেন, নেছারাবাদ উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। এ উপজেলায় কোনো ধরনের রাজনৈতিকভাবে সহিংসতা ও হিন্দুদের বাড়ি আক্রমণ হবার ঘটনা ঘটেনি আর হবেও না। এটা বিএনপির সাংগঠনিক দক্ষতার বহিঃপ্রকাশ।
দৈহারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী তাওহিদুল ইসলাম, সেলিম রেজা, মাহমুদুল হাসান বাবু, সোহেল মৃধা, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তপু রায়হান, ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সজীব প্রমুখ।
মন্তব্য করুন