আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে নেমে এসেছেন গোপালগঞ্জের সব নেতাকর্মী ও সমর্থকরা।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় রেলওয়ে স্টেশন ময়দানে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আ.লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় সব ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ হন।
জানা গেছে গত এক সপ্তাহ ধরে ঢাকা-খুলনা মহাসড়ক ও জেলার সব উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছেন তারা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় শুরু হয়েছে শেখ হাসিনাকে স্ব-সম্মানে দেশে ফিরিয়ে আনার স্লোগান।
সমাবেশে নেতারা তাদের বক্তব্যে বলেন, আমাদের নেত্রী দেশে ফিরে না আশা পর্যন্ত সভা-সমাবেশ অব্যাহত থাকবে। আসন্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালনে সবাইকে নির্দেশ প্রদান করা হয়।
এ সমাবেশে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, কাশিয়ানী উপজেলা আ.লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধাসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন