সিলেটের বিভিন্ন পয়েন্টে ৬ দিন পর দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দায়িত্বে ফেরায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা রোভার স্কাউটসের সদস্য ও শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়ক ও পয়েন্টে দায়িত্ব পালন শুরু করতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। ৬ আগস্ট থেকে সিলেটের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সামলাচ্ছিলেন শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যরা।
সরেজমিন দেখা যায়, সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। এ সময় সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট ও বিএনসিসি সদস্যদেরও দায়িত্ব পালনে দেখা গেছে।
সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ, স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন।
সিলেট জেলা রোভারের সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন কালবেলাকে বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সিলেটের সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় আমাদের দুই শতাধিক রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা দায়িত্ব পালন করেছে।
এখন যেহেতু ট্রাফিক পুলিশ সেবায় ফিরেছেন, তাই তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রোভার স্কাউটরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈঠক করে ট্রাফিক পুলিশকে দায়িত্বে ফেরানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, রোববার (১১ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের বৈঠকের পর ১১ দফা দাবিতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা।
মন্তব্য করুন