‘ভয়ের দেয়াল ভাঙল এবার, জোয়ার এল ছাত্র জনতার’, ‘৫২ দেখিনি ৭১ দেখিনি, ২৪ দেখেছি’- এমন নানান প্রতিবাদী প্রবাদে ভরে গেছে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন কলেজ ক্যাম্পাসের দেয়াল। এ ছাড়াও শহরের বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এই প্রবাদ ও বিভিন্ন সচেতনতামূলক চিত্র শোভা ছড়াচ্ছে।
এক সময় ওই দেয়ালগুলোতে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডে ভরে থাকত। এখন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে ফুটে তুলছে কোটা আন্দোলনের স্লোগানসহ বিভিন্ন চিত্র ও সমাজ সংস্কারের উক্তি।
সোমবার (১২ আগস্ট) সকালে হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, দেয়ালে সচেতনতামূলক প্রবাদ ও বিভিন্ন চিত্র আঁকতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে সড়কে দাঁড়িয়ে শৃঙ্খলা ফেরাতে ট্রফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এতে করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মহাসড়কে নেই কোনো যানজট। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করায় প্রশংসায় ভাসছে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, কলেজের দেয়ালে রাজনৈতিক নেতাকর্মীদের পোস্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য হারাচ্ছিল। ওই সকল পোস্টার ও বিজ্ঞাপন অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে লিখনি ও সচেতনতামূলক চিত্র আঁকছি। এতে করে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। এ ছাড়াও আমরা উপজেলা শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ময়লা পরিষ্কার করছে। অন্যদিকে সড়কে দাঁড়িয়ে শৃঙ্খলা ফেরাতে ট্রফিক পুলিশের দায়িত্ব পালন করছি।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাষ্ট্র তৈরি করতে চাই। আমারা নতুনভাবে বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র তৈরি করতে চাই।
মন্তব্য করুন