গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সিরাজগঞ্জে বেশ কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওইদিন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ করোনি লকেটের চেম্বারের মালপত্র লুট করা হয়। সাত দিন পর লুট হওয়া মাল উদ্ধার করে ফিরিয়ে দিলেন বিএনপি ও জামায়াতের নেতারা।
রোববার (১১ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম উদ্ধার হওয়া এসিসহ বেশকিছু মালপত্র তাদের ফিরিয়ে দেন।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ওয়াজ করোনি লকেট। তিনি বলেন, রোববার দুপুরে সাইদুর রহমান বাচ্চু ভাই ও জাহিদুল ভাই আমাকে ফোন দিয়ে বলেন লুট হওয়া এসি ও একটি ফুট জার্কিং মেশিন উদ্ধার হয়েছে। পরে আমার পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করেন তারা।
জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, আমরা জানতে পারি লকেটের এসি একটি এলাকায় আছে। আমরা সেখান থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ছাড়া রোববার বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশে উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করেছি। কানু জুয়েলার্সে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নিয়েছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ৫ আগস্ট থেকে সিরাজগঞ্জে অস্বস্তিকর পরিবেশের মধ্যে সাধারণ জনগণের যেসব মালপত্র লুট হয়েছে আমরা তদন্তসাপেক্ষে অভিযান চালিয়ে সেসব মাল উদ্ধার করার চেষ্টা করছি। আজ আমি এবং জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিলে এসিসহ বেশকিছু মালপত্র উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর করলাম।
মন্তব্য করুন