বগুড়ার শিবগঞ্জের প্রাণকেন্দ্র থানা মোড়ে বঙ্গবন্ধু স্কয়ারকে শহীদ মুগ্ধ স্কয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। পরে শহীদ মুগ্ধের স্মরণে বিশুদ্ধ পানি পান করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।
রোববার (১১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় ছাত্রদের পানি খাওয়ানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্র মুগ্ধ। তার স্মৃতি ধরে রাখতেই শহীদ মুগ্ধ স্কয়ার ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ রাহুল, রফিকুল ইসলাম হৃদয়, আতিক হাসান, রাফিউল ইসলাম হৃদয়, মিম হোসেন, রানু, মইনুল ইসলাম, তৌফিক হাসান, রনি। আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল ওহার বুলবুল ইসলাম, ফারুক আহম্মেদ প্রমুখ।
জানা গেছে, বিএনপি সরকারের আমলে এ জায়গা তারেক স্কয়ার নামে পরিচিত ছিল। পরে আওয়ামী সরকার আমলে শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হলে তিনি ২৪ লাখ টাকা ব্যয় করে আধুনিকায়ন করে বঙ্গবন্ধু স্কয়ার নাম দেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে বঙ্গবন্ধু স্কয়ার ভাঙচুর করা হয়। পরে বিএনপি-যুবদলের নেতাকর্মীরা দখল নিয়ে তারেক রহমানের ছবি টানিয়ে পুনরায় তারেক স্কয়ারের ঘোষণা দেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম বলেন, তারেক স্কয়ারের ঘোষণার বিষয়টি ভিডিওর মাধ্যমে দেখে তারেক রহমান অখুশি হন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামে নামকরণ করার কথা জানান। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করি। তারা এসে শহীদ মুগ্ধ চত্বর করার ঘোষণা দেন। আমরা তাদের সহযোগিতা করি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
এদিকে বিকেলে বগুড়ার শিবগঞ্জ থানা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ার চত্ত্বরে অর্ন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে শান্তি সমাবেশ করেছে।
থানা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুল করিম, শফিকুল ইসলাম শাহিন, হারুনুর রশিদ মাস্টার, অধ্যাপক নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ, মোস্তাফিজার রহমান রাজা, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আনোয়ারুল ইসলাম মুকুল, মাহদি হাসান তমাল প্রমুখ।
মন্তব্য করুন