গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
রোববার (১১ আগস্ট) সকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া পৌর আ.লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নিহত পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন, শোক দিবসে পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১নং গেইটে শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত ও গণভোজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শেখ শুকুর আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাসহ আ.লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন