মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে লাগামহীন বাজারে হতাশ ক্রেতা সাধারণ

সিলেট নগরীর রিকাবিবাজারের সবজি বাজার। ছবি : কালবেলা
সিলেট নগরীর রিকাবিবাজারের সবজি বাজার। ছবি : কালবেলা

দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে জমে উঠেছে সিলেট নগরীর হাটবাজার। তবে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে থাকায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ। তুলনামূলকভাবে সবজি বাজারে কিছুটা স্বস্তি থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম অনেকটাই অপরিবর্তিত থাকায় চরম হতাশা ব্যক্ত করেছেন ক্রেতারা।

রোববার (১১ আগস্ট) সকালে সরেজমিনে নগরের রিকাবিবাজার ঘুরে দেখা যায় টমেটো প্রতিকেজি ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা, ফুলকপি ১১০ টাকা, বাঁধাকপি ১০০ টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা, করলা ৭০ টাকা এবং শসা প্রতিকেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কাঁচামরিচ কেজিপ্রতি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে এ সপ্তাহে কাঁচামরিচের দর কমেছে। এ ছাড়াও অন্যান্য শাকসবজির দর সপ্তাহের তুলনায় গড়ে ১০ টাকা করে বেশি ছিল।

রিকাবিবাজারের সবজি বিক্রেতা জামাল আহমদ কালবেলাকে বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কমেছে। আমদানি সচল হলে সবজি বাজারে সব শাকসবজির দাম কমতে পারে।

এদিকে রোববার সকালে নগরীর বন্দরবাজারে খুচরা দোকানে আলু প্রতি কেজি ৬০ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, আদা ২৮০ টাকা, রসুন ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। খুচরো বাজারের নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম গেল সপ্তাহ থেকে বাড়ছে বৈ কমেনি।

রিকাবিবাজারের আল রশিদ ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল মিয়া কালবেলাকে বলেন, আমাদের ব্যবসা যেহেতু আড়তনির্ভর, তাই আড়তে দাম কমলে পরে আমরাও কমে বিক্রি করতে পারব। আশা করছি আগামী সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।

এদিকে মাংসের দোকান ঘুরে দেখা গেছে, মোরগের দাম চড়া। বাজারে ডিমের হালি ৫০ টাকা, ব্রয়লার প্রতি কেজি ১৮০ টাকা, সোনালি মোরগ প্রতি পিস ২৫০-৪০০ টাকা, লাল মোরগ প্রতি পিস ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে রোববার গরুর মাংসের দোকান বন্ধ থাকায় গরুর মাংসের দাম জানা যায়নি।

মুন্সীপাড়া এলাকার অস্থায়ী বাসিন্দা টুনু মিয়া কালবেলাকে বলেন, গত তিন সপ্তাহে বাজার করা যায়নি। কোনোমতে ডাল-ডিম খেয়ে দিন গুজরান করেছি। আজকে সকালে বাজার করতে এলাম। মাছ-মাংস তরিতরকারি কোনো কিছুরই দাম কমেনি। বাজারে এসে রীতিমতো হতাশ হয়েছি।

টুনু মিয়ার মতো বাজার করতে আসা একাধিক ক্রেতা জানান, চলতি সপ্তাহে নিত্যব্যবহার্য পণ্যের কোনোটির দাম কমেছে এমনটা দেখতে পাননি। নিয়মিত বাজারসহ আড়তেও মনিটরিং করলে এবং সর্বোপরি সিন্ডিকেটমুক্ত বাজার নিশ্চিত করলে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসতে পারে বলে দাবি ক্রেতাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইলচেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X