লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শহরের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) সকালে শহরের মেডিকেল মোড় এলাকায় সড়ক পরিষ্কার নামে। পরে উপজেলা শহরের বিভিন্ন সড়কে নামেন তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে গ্লোবস পরে ঝাড়ু ও বেলচা নিয়ে নামতে দেখা গেছে। পরে রাস্তায় পরে থাকা ময়লা পরিষ্কার করে ব্যাগে ভরে নির্দিষ্ট ময়লার ভাগাড়ে ফেলছে। অন্যদিকে সড়কে দাঁড়িয়ে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে।
কোটা আন্দোলনের সময় উপজেলার বিভিন্ন সড়কে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সে সময়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা ইটপাটকেল ও ময়লা আবর্জনা পরিষ্কারসহ সচেতনতামূলক আলোচনা করেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা বাংলাদেশ একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাষ্ট্র তৈরি করতে চাই। আমারা নতুনভাবে বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র তৈরি করব। (আমরা) শিক্ষার্থীরা আন্দোলন করে দেশকে নতুনভাবে স্বাধীন করেছি ও সব মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। তাই আমার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা হাতীবান্ধা উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছিন্ন উপজেলা তৈরি করব।
শিক্ষার্থীরা আরও বলেন, এ দেশ, উপজেলা আমাদের আর তা রক্ষাও করতে হবে।
মন্তব্য করুন