দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন সড়কে বিক্ষোভ শেষে নগরের চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেন তারা।
এ সময় চেরাগী পাহাড়, জামালখান, আন্দরকিল্লা, নন্দনকাননসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১০ আগস্ট) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষ হয় বিকেল সাড়ে ৫টার দিকে। প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিকে কেন্দ্র করেন দুপুরের আগ থেকে নগরের বিভিন্ন এলাকা ও মন্দির থেকে মিছিল নিয়ে চেরাগী পাহাড় এলাকায় আসতে শুরু করেন তারা। এরপর বিকেল ৪টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে চেরাগী পাহাড় ও এর আশপাশের এলাকা। বিকেলে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
মন্তব্য করুন