গোপালগঞ্জের সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর চার সদস্যসহ পাঁচজন।
শনিবার (১০ আগস্ট) বিকেলে সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করছিলেন নেতাকর্মীরা। এ সময় গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
পরে সেনাবাহিনী আন্দোলনকারীদের মহাসড়কে আন্দোলন না করার জন্য অনুরোধ করলে সেনাবাহিনীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয় তারা। এ ঘটনায় সেনাবাহিনীর ৪ সদস্যসহ পাঁচজন আহত হন।
গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩/৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এতে চার সেনা সদস্য আহত হয়েছেন।
মন্তব্য করুন