শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মন্দির-গির্জা পাহারায় প্রশংসা কুড়িয়েছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মন্দির-গির্জা পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মন্দির-গির্জা পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা প্রতিরোধে রাত জেগে পাহারা দেওয়ার উদ্যোগ নেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।

গত ৫ আগস্ট রাত থেকে শনিবার (১০ আগস্ট) পর্যন্ত শহর এবং উপজেলার বিভিন্ন মন্দির ও গির্জায় রাত জেগে পাহারা দিচ্ছেন কওমি শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ কারণে উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মন্দির বা উপাসনালয় এখন পর্যন্ত ভাঙচুরের ঘটনা ঘটেনি। এমন কর্মকাণ্ডে উপজেলার বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন কওমি শিক্ষক-শিক্ষার্থীরা।

গভীর রাতে ঘুরে দেখা যায় শহরের জগন্নাথ দেবের আখড়া, ভৈরব মন্দির, সার্বজনীন দুর্গাবাড়ী, ক্যাথলিক মিশন, শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী, বারোয়াড়ী কালীবাড়ী, রামকৃষ্ণ মিশন, জগদ্বন্ধু আশ্রম ও মিশন, ইসকন মন্দিরসহ বিভিন্ন মন্দিরের সামনে পাহারা নিয়েছেন বসেছেন শ্রীমঙ্গলের বরুণা, শেখবাড়ি, মাদ্রাসাতুল কুরআনিল কারিমসহ উপজেলার কয়েকটি কওমি মাদ্রার ছাত্র-শিক্ষক। কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তত্ত্বাবধানে গত ৫ আগস্ট রাত থেকে উপজেলার মন্দির ও বিভিন্ন উপসনালয়ে রাতভর পাহারা কার্যক্রম শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শনিবার (১০ আগস্ট) রাতে শ্রীমঙ্গল কলেজ রোডের শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী মন্দিরে গিয়ে দেখা যায় পাহারা দিচ্ছেন জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, তরুণ আলেম নুহ বিন হোসাইন, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার শিক্ষক মাওলানা মুসলেহ উদ্দিন ও আহমদ জুবায়ের জুয়েলসহ অন্যরা। তারা মন্দিরের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।

পাহারারত শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, আমরা অসাম্প্রদায়িক একটি দেশের স্বপ্ন দেখি। সব ধর্মের মানুষ মিলেমিশে থাকব এটাই আমাদের চাওয়া। এ ছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্যোগেও পাহারা চলমান রয়েছে। এদিকে রাতের বেলা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনীর টহল টিমও কাজ করছে। রাতে সেনাবাহিনীর গাড়ি শহরের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে পেলেই তারা জিজ্ঞাসাবাদ করছেন।

বরুণা মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায় ও মন্দিরের ওপর হামলার খবরে আমরা বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী ও নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদীর নির্দেশে বরুণার মাদ্রাসার ছাত্রদের কয়েকটি টিম নিয়ে উপজেলার বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে রাত জেগে পাহারার ব্যবস্থা করি।

সার্বজনীন দুর্গাবাড়ীর যুগ্ম-সম্পাদক দেবাশীষ সেন গৌতম বলেন, আমাদের মন্দিরে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। রাত জেগে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মন্দির পাহারা দেওয়ায় আমরা নিরাপদ বোধ করছি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি ডাক্তার সত্যকাম চক্রবর্তী বলেন, প্রতিটি মন্দিরে নিজস্ব পাহারার পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী ভাইয়েরাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা আমাদের মন্দির নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন। সংখ্যালঘুদের মন্দির-গির্জা ভাঙচুর থেকে রক্ষায় রাতভর জেগে পাহারা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন কওমি মাদ্রাসা ছাত্র-শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা 

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আন্দোলন-ধর্মঘটে ‘কার্যত অচল’ রাবি, ব্যাহত শিক্ষার পরিবেশ

রাজবাড়ীতে জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদনে যা ছিল

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা

১০

উপসচিব বিতর্ক এবং আন্তঃক্যাডার বৈষম্যের বাস্তবতা 

১১

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

১২

আবারও আসছে শৈত্যপ্রবাহ

১৩

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী মালদ্বীপের পাসপোর্ট

১৪

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

১৫

দূষণ ও জলবায়ু পরিবর্তন দাবানলকে ভয়াবহ করছে আরও

১৬

ধুম ৪-এ রণবীর

১৭

আমি কারাগারে বৈষম্যের শিকার : পলক

১৮

পয়েন্ট হারানোর পর গোলকিপারের ওপর ক্ষোভ ঝাড়লেন গার্দিওলা

১৯

লালমনিরহাটে পেট্রল পাম্প থেকে বাস চুরি

২০
X