পাওনা টাকা নিয়ে পূর্ব শত্রুতার জেরে পলাশ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের এক সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে যশোরের মনিরামপুর উপজেলার জালালপুর গ্রামের ঘোষ পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জালালপুর গ্রামের পলাশ ঘোষের সঙ্গে টাকা লেনদেন ও চেক জালিয়াতি মামলা নিয়ে একই উপজেলার শাহপুর গ্রামের আবুল হাসানের বিরোধ চলছিল। কয়েক বছর আগে পলাশ ঘোষ বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আবুল হাসান কিছু দিন কারাবন্দি থাকার পর সম্প্রতি আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়েই তিনি পলাশ ঘোষের বাড়িতে হামলা চালিয়েছেন।
এ বিষয়ে মুঠোফোনে পলাশ ঘোষ কালবেলাকে বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে আবুল হাসানসহ ১৫/২০ জন আমার বাড়িতে আসে। তারা বাড়িতে হামলা চালায় ও জোর করে ফাঁকা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেয়।
পরে বাড়িতে থাকা মোটরসাইকেল ও ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে যায়। অবশ্য, ঘটনাটি জানাজানি হলে ওই রাতেই ছেলে ও মোটরসাইকেল ফিরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে আবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন