সিগন্যাল না মানায় সিরাজগঞ্জে প্রাইভেট কার চালককে ত্রিশ মিনিট দাঁড় করিয়ে রাখলেন ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা। এছাড়াও হেলমেট ছাড়া বাইক চালানোর দায়ে চালকদের ৫ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হলো।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে শহরের বাজার স্টেশন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে এরূপ শাস্তি দেন শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আঞ্জারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাজার স্টেশন কদম ফোয়ারা এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। এ সময় সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। পরে তাকে আটক করে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি দেওয়া হয়। এছাড়াও হেলমেট ছাড়া বাইক চালানোর ফলে বেশ কয়েকজন চালককে ৫ মিনিট করে দাঁড়িয়ে থাকার সাজা দেওয়া হয়।
তিনি বলেন, এদিন সমন্বয়ক মুন্তাসির হাসান মেহেদি, ইষান যোবায়ের, সজীব হোসেন ও আঞ্জারুল ইসলামের নেতৃত্বে কয়েকশ শিক্ষার্থী সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন