কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৮:০১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ
হিন্দু পরিবারে লুটপাট-অগ্নিসংযোগ

পাইকগাছা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

খুলনার পাইকগাছার হিন্দু ব্যবসায়ী শিবপদ মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হককে শোকজ করেছে খুলনা জেলা বিএনপি। কারণ দর্শানো নোটিশ প্রাপ্তির পাঁচদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক লোকজন দিয়ে সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী শিবপদ মন্ডলের বাড়িতে হামলা করে আনুমানিক ১৪-১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা নিয়ে সমগ্র বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। বাড়ির সামনে রাখা শিবপদ মন্ডলের মাইক্রোবাসটিও জ্বালিয়ে দেওয়া হয়। শিবপদ মন্ডল বিএনপিকে জানায় তার ক্ষতির পরিমাণ আনুমানিক ২৮ থেকে ৩০ লাখ টাকা। এছাড়া বহু হিন্দু বাড়িতে হামলা করে লুটপাট করিয়েছেন, যারা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল মজিদ গোলদারকে মারধর করেছেন। এর আগেও বহুবার জ্যেষ্ঠ বিএনপি নেতা মজিদকে লাঞ্ছিত ও মারধর করেছেন। এসব ঘটনার প্রেক্ষাপটে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হককে শোকজ করা হয়েছিল। জবাবে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড না করার অঙ্গীকার করেছিলেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, আপনার নির্দেশে আপনার লোকজন তাঁতীদল পাইকগাছা উপজেলার যুগ্ম-আহ্বায়ক মনিরের বাসায় হামলা করেছেন এবং মোটা অংকের টাকা দাবি করেছেন, লতা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক খোকন গাজী ও তার ছেলে ইকবাল গাজীকে আপনার লোকজন লাঠি দিয়ে বেদম প্রহার করে। পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন বিএনপির কর্মী হায়দার মোল্যা ও তার ভাই মতিয়ার মোল্যাকে আপনার নির্দেশে হবি মোল্যার নেতৃত্বে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে রাজনীতি করেন।

দীর্ঘ ১৭ বছর রাজপথে থাকা সমস্ত ত্যাগী কর্মীদের ওপর আপনার নির্দেশে আপনার লোকজন মারধর, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলামকে ইউএনও অফিসের ভিতরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ইউএনও অফিসের বাহিরে লাঞ্ছিত ও মারধর করেছেন। আরও অনেকে আছে যারা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আপনার এ সকল কর্মকান্ড স্পষ্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থি। অতএব কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৫ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তপাত এড়াতে নিজেই ধরা দিলেন প্রেসিডেন্ট ইউন

মাংস বিক্রির উদ্দেশে রাতের অন্ধকারে ঘোড়া জবাই, অতঃপর...

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৫ মামলা

জামায়াতের আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সাড়ে ৬ হাজার টাকার জন্য হত্যা করা হয় হোসাইনকে

সম্পত্তি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচার মৃত্যু

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

ছাগলকাণ্ড : মতিউরের স্ত্রী লায়লা কানিজ কারাগারে

জয়ী না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প

পুলিশ সদস্যদের ওপর অটোরিকশাচালকদের হামলা, আহত ৪

১০

খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক 

১১

টাকার বিনিময়ে পুত্রশোক ভোলা যায় না : শহীদ আশরাফুলের মা

১২

এক উপজেলায় বছরে ৬০ জনের অপমৃত্যু

১৩

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৪

দ্রুত সেরে উঠুক আশিক রহমান, কামনা রাষ্ট্রদূত মুশফিকের 

১৫

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা : আসিফ নজরুল

১৬

ধার-দেনা করে আলু চাষ, লাভের বদলে কাঁধে ঋণের চাপ

১৭

যে শঙ্কায় পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ

১৮

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

১৯

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

২০
X