শুধু নিরাপত্তা নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করবে জামায়াত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকার মন্দির, গির্জা ও তাদের বাড়িঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নেতারা।
শুক্রবার (৯ আগস্ট) সকালে বিভিন্ন মন্দির পরিদর্শন এবং ইউনিয়ন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন তারা।
এ সময় তারা হিন্দু সম্প্রদায়দের যে কোনো সুবিধা-অসুবিধা জামায়াতের নেতাদের জানাতে বলেন। এ ছাড়া তাদের ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তাসহ আর্থিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের এ নেতারা।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারা দেশে মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে- এমন আশঙ্কায় তাদের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর নেতারা। রাত জেগে মন্দির-গির্জা পাহারা দিয়েছেন জামায়াত-ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ সময় জামায়াতে ইসলামীর উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক বলেন, শেখ হাসিনার পতনে প্রথম দুটি কাজ হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হলো দেশের সম্পদ রক্ষা ও দেশের বিভিন্ন ধর্মের উপাসনালয় রক্ষা করা। আপনারা আপনাদের স্বাভাবিক উপাসনা ও কাজকর্ম করতে পারেন। আপনাদের বাড়িঘর ও মন্দির নিরাপত্তার দায়িত্ব জামায়াতের। এ ছাড়া আমাদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরগুলো প্রতিটি ধর্মীয় উপাসনালয় দিয়ে দেওয়া হয়েছে। যেন যে কোনো সমস্যার কথা তারা তাৎক্ষণিক জানাতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন