বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবু রায়হান রাহিম (৩১) নামের এক যুবদল সদস্য মারা গেছেন। তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ আগস্ট) সকাল ৮টায় মৃত্যুবরণ করেন।
আবু রায়হান দুপচাঁচিয়া পৌর এলাকার ৪নং ওয়ার্ডের চকপাড়া মহল্লার মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। পেশাগত জীবনে বেসরকারি মালিকানাধীন একটি পরিবেশক কোম্পানির সরবরাহকারী হিসেবে কাজ করতেন।
জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় দুপচাঁচিয়া থানা আক্রমণ হলে পুলিশের গুলিতে তিনি আহত হন। তার দুই পায়ে দুটি গুলি লাগে। তাকে ওই দিনই প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৭ আগস্ট অস্ত্রোপচার করে তার ডান পা কেটে ফেলা হয় এবং বাম পায়ের গুলি বের করা হয়।
দুপচাঁচিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক রাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন