সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রাণকেন্দ্র জামতৈল পশ্চিম বাজারের প্রধান সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে জনসাধারণের জন্য। যেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনাস্থল থেকে একশ গজ দূরে রয়েছে উপজেলা পরিষদ এবং প্রশাসনের কার্যালয়।
কর্তৃপক্ষের অবহেলায় এ সড়কটি কয়েক বছর ধরে সংস্কার হয়নি -এমনটাই বলছেন পথচারীরা। বাজারের এ প্রধান সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি আসা-যাওয়া করে। পথচারীদের দাবি দ্রুতই এর সংস্কার করে দুর্ঘটনার হাত থেকে যেন রক্ষা করা হয় সাধারণ মানুষকে।
সরেজমিনে শুক্রবার (০৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার জামতৈল পশ্চিম বাজারে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাজারের প্রধান সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। আবার সে পানি শুকাতে প্রায় তিন থেকে পাঁচ দিন সূর্যের আলো দরকার হয়। স্থানটিতে সড়কের প্রায় পাঁচ ফিটজুড়ে গর্ত রয়েছে। আর প্রায় হাফ ফিট গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে।
পথচারী আব্দুস সালাম বলেন, উপজেলার এত কাছে এই সড়কের এ স্থানটি এত বেহালদশা দেখেও দেখে না অথচ এ পথ দিয়ে চেয়ারম্যান, মেম্বার, এখানকার ইঞ্জিনিয়ার, উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বড় বড় অফিসাররা প্রতিনিয়ত যাতায়াত করেন- আমরা দ্রুত এর সমাধান চাই।
স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম এবং বাসিন্দা নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এ জায়গাটি খানাখন্দে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, যার কারণে আরও খানাখন্দের সৃষ্টি হচ্ছে । পথচারী এবং ভ্যান-রিকশা ছোট-বড় যে কোনো গাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। আমরা এ স্থানটি নিয়ে আর ভোগান্তিতে থাকতে চাই না।
এ বিষয়ে উপজেলার প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাই আপনি কষ্ট করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেন, আমি দেখে ব্যবস্থা নেব।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, আমি বিষয়টি দেখব। স্থানীয় চেয়ারম্যানকে বলে দ্রুতই ব্যবস্থা নেব সমাধানের।
মন্তব্য করুন