দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এবার তার স্মরণে ঝিনাইদহের মহেশপুর শাপলা চত্বরের নতুন দাম দেওয়া হয়েছে ‘আবু সাঈদ চত্বর’। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শাপলা চত্বরটিতে এ নামকরণ করা হয়।
স্থানীয় শিক্ষক ফিরোজ আহাম্মেদ বলেন, দেশের তথা মহেশপুরের মানুষ যাতে আবু সাঈদকে মনে রাখে তাই শাপলা চত্বরটির নতুন নাম দেওয়া হয়েছে।
আরেক শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার পতন আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দেওয়া সেই সাহসী ছাত্র আবু সাঈদের কথা যেন মনে লালন করেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন