বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর বৃহস্পতিবার (০৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৬ জন উপদেষ্টা নিয়ে নতুন সরকার গঠন করা হয়।
এই সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নিয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর গ্রামের সন্তান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এ খবরে মুরাদনগরের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা। চলছে মিষ্টি বিতরণ।
প্রতিবেশীরা আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করছেন। এ ছাড়াও আসিফ মাহমুদ ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্ট।
ইউপি সদস্য সালাউদ্দিন খাঁন বলেন, আমাদের গ্রামের আসিফ আন্দোলনে সফল হয়েছে এবং এখন নতুন সরকারের উপদেষ্টা হয়েছেন। আমিসহ এলাকাবাসী সবাই খুশি। আমরা শুক্রবার নামাজের পর দোয়া ও মিলাদের আয়োজন করব। বিকেলে সবাই মিলে আনন্দ মিছিল করব।
আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল বলেন, আমার ইউনিয়নের ছেলে আসিফ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়েছে, আমার ইউনিয়নবাসী তথা মুরাদনগর উপজেলাবাসী সকলেই আনন্দিত। আমাদের মাঝে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ। সফল আন্দোলনের পর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। মুরাদনগরের ইতিহাসে এ প্রথমবারের মতো কোনো উপদেষ্টা মনোনীত হয়েছে। দেশ-বিদেশে আমাদের মুরাদনগরের মুখ উজ্জ্বল করেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি।
মন্তব্য করুন