সাম্প্রতিক সময়ের সহিংসতা, চুরি, ছিনতাই, লুটপাট ও চাঁদাবাজি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, সহকারী কমান্ডার মেজর নাইম রেজওয়ান, পুলিশ সুপার মো. হাসিবুল আলম।
রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খাঁন সদস্য অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মহিবুল্লাহ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহজাহান আলী, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, সিপিবির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন প্রমুখ।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বাংলাদেশ সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে সব ধরনের নৈরাজ্য প্রতিরোধসহ শান্তি স্থাপনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সবাইকে এসব প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, বাসদ, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
মন্তব্য করুন