জামালপুর জেলা কারাগার ভেঙে বন্দিরা পালানোর চেষ্টা করেছে। এ সময় তারা ভেতরের একটা কেচি গেইট ভেঙে ফেলেছে এবং আগুন লাগিয়ে দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে ঘিরে রেখেছে। বর্তমানে মূল ফটকসহ চারপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী অবস্থান করছে।
কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন সেভাবে কিছু বলা যাচ্ছে না। সারা দেশে বিভিন্ন কারাগারে যে ঘটনা ঘটেছে এ ঘটনাও সেই রকম। বন্দিরা বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। আপাতত সেখানে ওপেন ফায়ার হচ্ছে। সেনাবাহিনী বিষয়টি দেখছে।
মন্তব্য করুন