গাজীপুর জেলা কারাগারে কারারক্ষীদের জিম্মি করে নিজেদের মুক্তির দাবিতে আন্দোলন করেন বন্দিরা। এসময় তাদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বন্দিরা পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করে কর্তৃপক্ষ।
এ সময় তিন কারারক্ষীসহ ১৬ জন আহত হন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা কারাগারে বিভিন্ন মামলার বন্দিরা রয়েছেন। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতাকর্মীরাও এই কারগারে আছেন।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) পৌনে ১২টার দিকে কিছু বন্দি কারাগারের অভ্যন্তরে থাকা কারারক্ষীদের জিম্মি করেন।
তারা নিজেদের মুক্তির দাবিতে আন্দোলন করতে শুরু করেন। পরে কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় বন্দিদের অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজনা বৃদ্ধি পেলে কারারক্ষী ও বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় নিরাপত্তারক্ষীরা গুলি ছোড়ে। এতে ১৩ জন বন্দি গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত তিন কারারক্ষী।
পরে কারা কর্তৃপক্ষ সেনাবাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারে একের এক গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্তারিত আসছে...
মন্তব্য করুন