টাঙ্গাইলের ১২ থানায় ১১ দফা দাবি বাস্তবায়নসহ কর্মক্ষেত্রে নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা।
গত চার দিন ধরে এই কর্মবিরতি পালন করে যাচ্ছেন বলে বৃহস্পতিবার (৮ আগস্ট) পুলিশ বাহিনীর সদস্যরা জানিয়েছেন। ফলে যে কোনো সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিক।
বুধবার মির্জাপুর থানায় সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রধান ফটকে তালা ঝুলিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা থানার ভেতরে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। কর্মবিরতির পাশাপাশি খেলাধুলা করছেন।
এ সময় টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপসহকারী পুলিশ অফিসার জহিরুল ইসলাম জহিরসহ পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে।
পুলিশ সদস্যদের ১১ দফার দাবির মধ্যে রয়েছে সব পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, পদোন্নতির যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা ও বদলির আদেশ দানে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রধান্য নিশ্চিত করা এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন, সারা দেশে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি এবং কর্মক্ষেত্রে সব পুলিশ বাহিনীর নিরাপত্তা নিশ্চিতসহ ১১ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি চলছে। নবাগত আইজিপি মো. মইনুল ইসলাম মহোদয়ের কাছে তাদের দাবি পেশ করা হয়েছে।
মন্তব্য করুন